শতভাগ বাংলায় হোক আদালতের রায় ও আইনের ভাষা
দেশের নিম্ন আদালতের বিচারিক কাজে বাংলা ভাষার ব্যবহার বাড়লেও উচ্চ আদালতে এখনও উপেক্ষিত। উচ্চ আদালতে বেশিরভাগ রায় বা আদেশ এখনও ইংরেজীতে দেয়া হয়। তাছাড়া সকল আইন ইংরেজী ভাষায় করা হয়। বাংলাদেশের সংবিধানের ৩ অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’।...