মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
জাতীয়

ইউনাইটেড ফর হিউম্যানিটির নতুন সভাপতি অপু সম্পাদক জুনাইদ

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ইউনাইটেড ফর হিউম্যানিটি” এর নতুন সভাপতি পদে অপু সাহা ও সাধারণ সম্পাদক পদে সাদ আল জুনাইদ’কে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল ১৩ জানুয়ারি সোমবার পৌর শহরের আড়াইআনী কাঁচা বাজার সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

ইউনাইটেড ফর হিউম্যানিটির বর্তমান সভাপতি মোহাম্মদ মানিক ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাহি নতুন কমিটির কাছে দায়িত্বভার তুলে দেন। এছাড়া শীঘ্রই কমিটির অন্যান্য পদে দায়িত্ব প্রদান করা হবে।

উল্লেখ্য যে ৫০ জনের অধিক স্বেচ্ছাসেবীদের নিয়ে ইউনাইটেড ফর হিউম্যানিটি বিভিন্ন বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। অসহায় পরিবারের খাদ্য প্রদান, বাস্তুহারাদের ঘর প্রদান, বস্ত্রহীন মানুষকে কাপড় প্রদাণ, শীতবস্ত্র, ঈদ উপহারসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংগঠনটি।

নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করে নবাগত সাধারণ সম্পাদক সাদ আল জুনাইদ বলেন, অতীতের মতো আমরা আগামী দিনগুলোতেও মানুষের সেবায় কাজ করো যাবো। সকলের দোয়া ও সহযোগিতাও কামনা করেন তিনি।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!