স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শেরপুরের নকলায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জানুয়ারি বিকেলে উপজেলার পাঁচকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঠাকাটা ইউনিয়ন শাখার আয়োজনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাঠাকাটা ইউনিয়ন শাখার আহবায়ক সাইনুস মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোন্ডেন।
উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: জহিরুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক রফিকুল ইসলাম,
পৌর আহবায়ক মনিরুজ্জামান মনির, সেচ্ছাসেবক দলের সভাপতি মোবারক হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভিসহ অন্যান্যরা।
এসময় কৃষকদলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।