মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
সারাদেশ

নকলায় শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:

শেরপুরের নকলায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেলে  উপজেলার উরফা ইউনিয়নের দরপট বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শামছুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে   ‘এসো মানবতার পাশে দাঁড়াই ‘ সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়।

এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নৌবাহিনীর অফিসার নুর আহমেদ।

‘এসো মানবতার পাশে দাঁড়াই ‘এর ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুল হক এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারমাইশা দাখিল মাদরাসার সুপার মাওলানা আতাউর রহমান, সংগঠনটির উপদেষ্টা বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার  মর্তুজ আলী , মেধাসিড়ি পাবলিক স্কুলের পরিচালক আনোয়ারুল ইসলাম, পিছলাকুড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকরী শিক্ষক হাবিবুল্লাহ, তারাকান্দা সরকারি প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক  মো: লিটন মিয়া, জনাব মুস্তাফিজুর রহমান , সোহানুর রহমান সুমন, সংগঠনটির সভাপতি বাবুল হাসানসহ অন্যান্যরা।

শীতার্তরা হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শীত নিবারনের জন্য বিনামূল্যে উন্নত মানের কম্বল পেয়ে সামাজিক সংগঠন এসো মানবতার পাশে দাঁড়াই এর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়া এমন মহতি উদ্যোগের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ ও বিতরণ কাজে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।

উল্লেখ্য, ‘এসো মানবতার পাশে দাঁড়াই’ সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিগত এক বছর সামাজিক ও মানবিক কাজে অসামান্য অবদান রাখায় সংগঠনটির ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজুল হককে সংগঠনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!