মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
সারাদেশ

পলাশকান্দী যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:

‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দী যুব সমাজের উদ্যোগে এ খেলার উদ্বোধন করা হয়।

বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শেরপুর-২ নকলা ও নালিতাবাড়ী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উমর ফারুকের পৃষ্ঠপোষকতায় পাঠাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুলতান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা যুব দলের আহ্বায়ক শফিউল আলম পলাশ।

পাঠাকাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম তোতার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো: হুমায়ুন কবির ও পৌর শ্রমিক দলের সদস্য সচিব মফিদুল ইসলাম পলাশ।

এসময় বিশিষ্ট ফার্ণিচার ব্যবসায়ী হামিদ মিয়া, পৌর ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জে রাব্বি, যুব সমাজ প্রতিনিধি জাহিদ রাজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!