নকলা, শেরপুর প্রতিনিধি :
মহান বিজয় দিবস উদযাপনে দেশজুড়ে অপেক্ষা। লাল-সবুজের পতাকা উড়বে দেশের আনাচে-কানাচে। বিজয়ের মাস এলেই গ্রাম-শহর-নগরের পথে ঘাটে ফেরিওয়ালারা পতাকা বিক্রি করেন। দেশের প্রতি ভালোবাসা থেকেই বিজয়ের মাসে পতাকা বিক্রি মৌসুমী পেশা হিসেবে বেছে নেন তারা। চারদিকে লাল-সবুজের ফেরিওয়ালাদের পথচলায় উড়ছে বিজয়ের নিশান।
এই ভ্রাম্যমান পতাকা বিক্রেতারা রাস্তায় ঘুরে ঘুরে বাঁশের সঙ্গে জাতীয় পতাকা বেঁধে বিক্রি করছেন। শুধু পতাকা নয়,লাল-সবুজের মাথার কাগজের ক্যাপ,রাবার,হাতের ব্যাজ,বুকের ব্যাজ বিক্রি করছেন তারা। প্রকার ভেদে এসব পতাকা বিক্রি হয় ৫ থেকে ৩০০ টাকায়। শিক্ষা প্রতিষ্ঠান,অফিস আদালত,দোকানপাট ও বাসাবাড়িতে উড়ানো হয় লাল সবুজের জাতীয় পতাকা। বিশেষ করে জাতীয় দিবস গুলোতে পতাকার ব্যবহার কয়েকগুন বেড়ে যায়, ফলে পতাকার কেনাবেচাও বেড়ে যায়। ছোটবড় সকলেই চেষ্টা করেন পতাকা কেনার। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবসকে সামনে রেখে শেরপুরের নকলায় ফেরি করে বিক্রি করা হচ্ছে লাল সবুজের জাতীয় পতাকা।
বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ক্রেতারা কিনছেন লাল সবুজের জাতীয় পতাকা। পতাকার ফেরিওয়ালা গোপালগঞ্জ জেলার মুকছুদপুর উপজেলার মোঃ নাঈম খান (২১) বলেন, আমি শুধু লাভের জন্য নয়, দেশ প্রেম থেকেই পতাকা বিক্রি করি এবং প্রতি বছর জাতীয় দিবস গুলোতে দেশের বিভিন্ন জেলা/উপজেলায় পতাকা বিক্রি করে বেড়াই। আমি গর্বিত এই ভেবে যে, আমি পতাকার ফেরিওয়ালা। এছাড়াও সকল মানুষের হাতে একটি করে লাল-সবুজের পতাকা দিতে পারলে তার স্বার্থকতা আসবে বলেও তিনি জানান।