শেরপুর প্রতিনিধি :
‘আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারেনা’ প্রতিপাদ্যটি সামনে রেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ সংগঠনটির শেরপুর জেলা ফোরাম প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৷
রবিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের সম্পদ চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রতিনিধি নির্বাচনে শেরপুর জেলা ইউনিটের ১২সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের ইয়ুথ ফেলো (নাগরিক প্রজেক্ট)এম.ওয়াসেক বিল্লাহ সিয়ামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সমাজসেবক ও মানবাধিকার কর্মী এবং জেলা ডায়াবেটিকস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আশরাফুন্নাহার রুবি,শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক এখন টিভি ও বাসসের জেলা প্রতিনিধি মো: জাহিদুল খান সৌরভ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী সোলায়মান শেখসহ প্রমুখ ৷
বক্তব্য শেষে অংশগ্রহনকারী ইয়ুথ এন্ডিং হাঙ্গারের স্বেচ্ছাব্রতীদের ভোটে জেলা ইউনিট কমিটি গঠিত হয়।
কমিটির নির্বাচিতরা হলেন কো-অর্ডিনেটর সোয়াইব হোসাইন,যুগ্ম কো- অর্ডিনেটর (ছেলে) মোঃ গোলাম মোস্তফা,যুগ্ম কো- অর্ডিনেটর (মেয়ে) তানজিলা আফরিন,সাংগঠনিক ও দপ্তর সম্পাদক নৌশিন সাদিয়া,কর্মশালা সম্পাদক নাজিবুজ্জামান নাজিব,কোষাধ্যক্ষ সিফাত হাসান,প্রতিযোগিতা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিম,প্রচার প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সজিব হোসেন সাইম,শিক্ষা গবেষণা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,বিশেষ দিবস পালন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম,কার্যকারী সদস্য মাজহারুল ইসলাম ও সদস্য মোঃ লাবলু আহামেদ রবিন ৷
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।