শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার ৫৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির দলীয় পেইডে স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশ মহাসচিব জাহানারা জাহান।
কমিটিতে অধ্যক্ষ হাবিবুল্লাহকে সভাপতি ও শেখ মো. ফরিদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটি গঠনের পূর্বে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শিক্ষা ক্ষেত্রে অবিস্মরণীয়
অবদান লিফলেট বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সমন্বয়কারী কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ মো. ওয়ারেজ আলী মামুন।
উদ্বোধন শেষে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরন করেন এড. শাহ মো. ওয়ারেজ আলী মামুন, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশসহ নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।