বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
জাতীয়রাজনীতিসারাদেশ

নকলায় গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন ও কমিটি গঠন

নকলা, (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলায় গণ অধিকার পরিষদের উপজেলা দলীয় কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

১৫ নভেম্বর (শুক্রবার) শেষ বিকালে পৌর শহরের জালালপুরে ফিতা কেটে দলীয় কার্যালয় উদ্বোধন করেন নেতাকর্মীরা। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় শেরপুর জেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস‍্য সচিব সম্রাট গিয়াস উদ্দিন আজম শাহ এর সভাপতিত্বে জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রহিম বাদশা, জেলা যুব অধিকার পরিষদের সহ- সভাপতি মো: কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ ইমন, সহকারী অর্থ সম্পাদক শাহ আলম সরকার,ধর্ম সম্পাদক মো: শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের গণতন্ত্র, অধিকার, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ রক্ষা করাই হচ্ছে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য। আমরা দলের চেয়ারম্যান ভিপি নুরুল হক নুরু এর আদর্শ বুকে ধারণ করে গণমানুষের সেবায় কাজ করে যাবো।

আলোচনা সভা শেষে যুব ও ছাত্র অধিকার পরিষদের ছয় মাসের জন্য নকলা উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সব শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণ অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!