বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
জাতীয়সারাদেশ

শেরপুরে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা

স্টাফ রিপোর্টার:

শেরপুরে জাকের পার্টির জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া দরবার শরীফে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এসময় তিনি বলেন, দেশের লাখ লাখ তরুণ এখনও বেকার বসে আছেন। দেশকে এগিয়ে নিতে এসব তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

জাকের পার্টির শেরপুর সাংগঠনিক বিভাগের সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শেরপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!