বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
জাতীয়সারাদেশ

নকলায় হামদ-নাত-ক্বেরাত ও বক্তৃতা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

শেরপুরের নকলায় ক্বেরাত, হামদ-নাত, বাংলা ও আরবি বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার ২৭ অক্টোবর উরফা ইউনিয়নের আওতাধীন লয়খা খিচা রাণীশিমুল এমদাদিয়া দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গনে সকাল থেকে দিনব্যাপী উক্ত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মাদরাসাটির সভাপতি মুফতি সারোয়ার আলম কাসেমীর সভাপতিত্বে এতে সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক মাওঃ খাদিমুল ইসলাম।

এতে অতিথি হিসেবে শেরপুর জেলার ইন্দিলপুর মাদ্রাসার মুহতামিম মুফতি শিহাব উদ্দিন, মাসতুরা আশরাফীয়া ক্বওমী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আঃ জলিল, ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা আলম, ইউনিয়ন তাবলীগ জামাতের আমির শরিফুল ইসলাম,অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হুদা রহিমী বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার ওয়ালিউল্লাহ, নকলা ধানহাটি জামে মসজিদের ইমাম মাওঃ শামছুল হুদা জিহাদী, অত্র মাদরাসার শিক্ষক আজিজুল হক, মুফতি আব্বাস আলী, হাফেজ আনোয়ার, মাওলানা কেফায়েতুল্লা, মাওলানা জুনায়েদ আহমদসহ শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সাংবাদিক মাহদি, হাসান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় মাদরাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মোট ৫০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তন্মধ্যে হামদ-নাত ক‍্যাটাগরিতে ০৩জন, ক্বেরাত ক‍্যাটাগরিতে ০৩জন ও বাংলা ও আরবি বক্তৃতা ক্যাটাগরিতে ০৩ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করে প্রত্যেকের হাতে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!