নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র নকলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।
মতবিনিময় সভার শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-কে নকলা প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভচ্ছা জানানো হয়। পরে আনুষ্ঠানিক ভাবে পরিচয় পর্ব শেষে মতবিনিময় সভা শুরু করা হয়।
এ সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মাহবুবর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, দৈনিক যায়যায় দিন’র প্রতিনিধি শফিউল আলম লাভলু ও প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন প্রমুখ।
এসময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিত, মোশাররফ হোসেন শ্যামল, সুজন মিয়া, তরুন সাংবাদিক হাসান মিয়া ও লিমন আহমেদসহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন। আর গুরুত্বপূর্ণ এ সভাকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসনের সিএ হেলাল উদ্দিন ও হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেল প্রমুখ।
নবনিযুক্ত ইউএনও দীপ জন মিত্র উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হলো রাষ্ট্রের চতুর্থ শক্তি। এই মহান পেশাকে বিতকৃত কারো প্ররোচনায় প্রকৃত সাংবাদিকগন কোন ক্রমেই কলঙ্কিত করতে পারেন না। দেশ ও জাতির উন্নয়নে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সমূহ জাতির সামনে তুলে ধরতে প্রতিটি সাংবাদিকের নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছতার ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার-প্রকাশ করার প্রতি আহবান জানান তিনি। দেশ ও জাতির কল্যাণে অনিচ্ছাকৃত অসংঙ্গতি সমূহ ধরিয়ে দিতে এবং সকল জাতীয় দিবসের খবর সমূহ প্রচার-প্রকাশ করার জন্য উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের প্রতি আহবান জানান ইউএনও দীপ জন মিত্র। তিনি বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে একটি জাতির চিন্তাধারা পরিবর্তন হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার-প্রকাশের প্রতি অধিক গুরুত্ব দিতে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়। বিশেষ করে সঠিক তথ্য না জেনে এবং কোন প্রকার যাচাই বাচাই ছাড়াই হুটহাট করে সংবাদপত্রে খবর প্রকাশ বা ফেইসবুকে পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। তা-না হলে বিশাল একটি এলাকা যেমন কলঙ্কিত হওয়ার সম্ভাবনা থেকে যায়; তদ্রæপ মারাত্মক বা অপূরনীয় ক্ষতির সম্মূখিন হতে পারেন কোন ব্যক্তি বা মহল। দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। যেকোন উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমেই দেশের সুনাম ও সার্বিক চিত্র দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে বলে তিনি মনে করেন।
সাংবাদিকগন নিজ নিজ বক্তব্যে বারাবরের ন্যায় দেশ ও জাতির উন্নয়নে প্রশাসনের পাশে থেকে নিজ নিজ জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সবশেষে সুদূর নাটোর থেকে সংগ্রহ করা ঐতিহ্যবাহী কাঁচা গোল্লা, মুক্তাগাছা থেকে সংগ্রহ করা ঐতিহ্যবাহী সতেজ মন্ডা, ময়মনসিংহ থেকে সংগ্রহ করা উন্নত মানের মিষ্টি এবং স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা দেশীয় জাতের নিরাপদ ফল, কোমল পানীয় ও বোতলজাত নিরাপদ পানি দ্বারা উপস্থিত সাংবাদিকগনকে আপ্যায়ন করা হয়।
উল্লেখ্য, দীপ জন মিত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ২০ অক্টোবর (রোববার) পূর্বাহ্নে নকলায় নিজ কার্যালয়ে কাজে যোগদান করেন। তাঁর নিজ জেলা ঢাকা। তিনি ৩৫তম বিসিএস-এ চ‚ড়ান্ত মনোনিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ২০২২ সালের ২২ জানুয়ারি হতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র), এরপর একই জেলায় রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।