মিরপুর থানায় হাজতখানা না থাকায় সুমনকে গ্রেপ্তার করে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মিরপুর থানার ডিউটি অফিসার মাহমুদুন নবী ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে মিরপুর থানায় হাজতখানা না থাকায় সুমনকে গ্রেপ্তার করে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, গভীর রাতে সুমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রাত ১টা ১৮ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে সুমন লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।
Tags:রাজনীতি