নিজস্ব প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ভেলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনাকে বিভিন্ন খাতে নেওয়ার জন্য ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম ও এলাকাবাসীদের নামে উদ্দেশ্যে প্রনোদিত ভিত্তিহীন, মানহানিকর মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
২৪ আগস্ট শনিবার সকালে ভেলুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার সন্ত্রাসী ও উশৃঙ্খল প্রায় ৩০/৪০ জন ব্যক্তি ২০ আগস্ট মঙ্গলবার সকালে অফিস চলাকালিন সময়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের ভিতর হামলা চালিয়ে ভাংচুর করে। পরে চেয়ারম্যানসহ কয়েকজনকে মারপিট করে। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য উল্টো চেয়ারম্যানসহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করে। আমরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এ বিষয়ে ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম বলেন, আমি পরিষদে দায়িত্ব পালনকালে আলমগীর, ময়নে, উজ্বল, আরিফ, সাইফুল, আরমান সহ প্রায় ৩০/৪০জন পরিষদে ঢুকে আমাকে মারধর করে ও পরিষদের জিনিস পত্র ভাংচুর করে, চাবি ছিনিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কাগজ পত্র তছনছ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি, উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়েছে। মানববন্ধনে প্রায় এক হাজার গ্রামবাসী অংশগ্রহন করে। অভিযোগ অস্বীকার করে মোঃ ময়নে মিয়া বলেন, আমরা পরিষদে গিয়ে চেয়ারম্যানকে বলেছি কোন চেয়ারম্যান পরিষদে বসে না, আপনিও বসছেন না। এছাড়াও চেয়ারম্যান অনেক অনিয়ম করে।