নকলায় শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে যাচ্ছে শহরের চিত্র

নকলা,শেরপুর প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারিয়েছেন দেশের শত শত মানুষ। রক্ত ঝরেছে কয়েক হাজার শিক্ষার্থীর। সড়কের পাশের এবং শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে তাদের স্মৃতিতে তুলে ধরার চেষ্টা করছে নকলার সাধারণ শিক্ষার্থীরা।

বিবর্ণ অতীত মুছে দেওয়ালে দেওয়ালে ‘গ্রাফিতি’ আঁকছেন তারা। বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতাজাত শ্লোগানও গুরুত্ব পাচ্ছে সেই গ্রাফিতিতে। অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি, সাহস ও প্রেরণা যোগাবে এই গ্রাফিতি।

দেশ সংস্কারে কাজে তারা ১০ আগষ্ট থেকে শুরু করে আজ ১৪ ই আগষ্ট পর্যন্ত শহরের সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয়, মুক্তমঞ্চ, থানা গেইটের দেওয়ালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে এইসব গ্রাফিতি অঙ্কন করছে।

দেওয়াল পরিষ্কার করে রং তুলির আঁচড়ে তুলে ধরা হচ্ছে বিপ্লবী বন্ধুদের স্বপ্নের রক্তেরাঙা নানান স্মৃতি। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অর্ধশত শিক্ষার্থীর রং তুলিতে নতুন সাজে সেজেছে নকলা পৌর শহরের দেওয়ালগুলো।

শিক্ষার্থীরা জানান, শহরের দেওয়ালগুলো আমরা রঙিন করে বিপ্লবী বন্ধুদের স্বপ্নের রক্তে রাঙিয়ে তাদের স্মৃতি ধরে রাখতে চাই। তাই আমাদের এ প্রচেষ্টা।

এদিকে, শিক্ষার্থীদের এ কাজকে শহরের সাধারণ জনগণ অভিনন্দিত করেন। এছাড়াও শহরের বিভিন্ন পেশাজীবি লোকজন এবং ব্যবসায়ীরা শিক্ষার্থীদের বিভিন্ন পানীয় ও নাস্তার প্যাকেট দিয়ে আপ্যায়িত করেন।

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!