মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
জাতীয়

বাংলাদেশের পতাকা হাতে নিয়ে উড়ন্ত বিমান থেকে লাফিয়ে বিশ্বরেকর্ড করলেন আশিক

দেশের পতাকা হাতে উড়ন্ত বিমান থেকে লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের আশিক চৌধুরী। গিনেসের ‘গ্রেটেস্ট ডিসট্যান্স ফ্রিফল উইথ আ ব্যানার/ফ্ল্যাগ’ বিভাগে এই রেকর্ড গড়েন আশিক। তার এই স্বীকৃতির কথা সোমবার (১ জুলাই) নিজেদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

এতোদিন এই রেকর্ড ছিল ভারতের স্কাইডাইভার জিতিন বিজয়ানার। গ্রেটেস্ট ডিসট্যান্স ফ্রিফল উইথ আ ব্যানার/ফ্ল্যাগ’ বা পতাকা হাতে দীর্ঘ পতনে জিতিনের রেকর্ড ছিল ১১,২৫৬ মিটার বা ৩৬,৯২৯ ফুট ১৩ ইঞ্চি। আশিক পতাকা হাতে রেখে ঝাঁপ দিয়েছেন ১১৩৬৮ মিটার বা ৩৭২৯৬ ফুট ৫৮ ইঞ্চি উঁচু থেকে।
ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!