প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শিক্ষাব্যবস্থা এমনভাবে গড় তুলছি যাতে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে আমাদের ছেলেমেয়েরা তাল মিলিয়ে চলতে পারে।
সোমবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনটি কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর যখন আবারো ক্ষমতায় আসি তখন থেকেই দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার ইচ্ছা ছিলো। শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট বন্ধ করেছি। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। শিক্ষা কারিকুলামকে উন্নত করেছি। শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালাও প্রণয়ন করেছি।
প্রধানমন্ত্রী বলেন,
আগামী দিনে শিল্পখাতের যে পরিবর্তনটা এসে যাচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব, তার জন্য আমাদের ছেলেমেয়েরাই দক্ষ কারিগর হিসেবে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে।
তিনি আরও বলেন, আমি আজ শিক্ষার্থীদের বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি। আমাদেরও এতো জ্ঞান ছিলো না। আমিও এতো ভালোভাবে বক্তব্য দিতে পারি না। এ শিক্ষার্থীরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।