নামিয়ে দেওয়া হয়েছে বুবলি অভিনীত সিনেমা ‘ রিভেঞ্জ ‘

বিনোদন ডেস্কঃ

মুক্তির পঞ্চম দিনেই সিনেমা হল থেকে নামিয়ে দেওয়া হলো চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রোশান। ঈদের দিন থেকে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সে প্রদর্শন হচ্ছিল বুবলীর এই সিনেমাটি।

তবে গত ঈদে নায়িকার ‘দেওয়ালের দেশ’ সিনেমার মতো ‘রিভেঞ্জ’ নামিয়ে দিল সিনেপ্লেক্স। সিনেমাটির পরিচালক ও প্রযোজক এমডি ইকবাল অবশ্য আগে থেকেই সিনেপ্লেক্সের বিরুদ্ধে নানা সময় অনিয়মের অভিযোগ এনেছিলেন।

এমনকি এবারের ঈদেও সিনেমাটি সিনেপ্লেক্সে প্রদর্শন হওয়ার সময়ও পোস্টারে কামিং সুন লিখা ছিল। তার মানে সিনেমাটি প্রদর্শন হবে পরে। বিষয়টি নিয়ে ইকবালের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরপরই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!