বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
জাতীয়

প্রধানমন্ত্রী সিলেটের বন্যা পরিস্থিতির ‘খোঁজখবর নিচ্ছেন: সিসিক মেয়র

পাহাড়ি ঢল আর ভারি বর্ষণে সিলেট নগরীতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় নগর ভবনের সভা কক্ষে এ জরুরি সংবাদ সম্মেলনে মেয়র কথা বলেন।

তিনি বলেন, চলমান বন্যায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সিসিক কতৃর্পক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সিলেটের বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।
 
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে ত্রাণ সহায়তা শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে রান্না করা খাবার ছাড়াও ওষুধসামগ্রী পৌঁছে দেয়া হবে। দুর্গত এলাকাগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে নগর ভবন। বিদ্যুৎকেন্দ্র রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ করছে।
তিনি জরুরি প্রয়োজনে নগর ভবনে সরাসরি কিংবা হটলাইন নম্বরে (০১৯৫৮২৮৪৮০৭) যোগাযোগ করতে বলেন। পরিস্থিতি মোকাবেলায় বিত্তবান মানুষ ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।  
 
এর আগে, সন্ধ্যা ৭টায় বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বিশেষ সভা করে সিটি করপোরেশন পরিষদ। সভায় বন্যা পরিস্থিতিতে করণীয়, পানিবন্দিদের দ্রুত আশ্রয়কেন্দ্রে আনার ব্যবস্থাপনাসহ নানান দিক নিয়ে আলোচনা হয়।
ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!