খেলা ডেস্ক:
২৩ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান ও তানজিদ তামিম। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। কিন্তু সেই শক্ত ভিতে দাঁড়িয়েও ভালো ব্যাটিং করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। শেষ পর্যন্ত সাকিবের অপরাজিত ফিফটিতে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।
আজ কিংসটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেছেন সাকিব আল হাসান। তাছাড়া ৩৬ রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে।