জামায়াতে ইসলামী ও বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে মিথ্যাও কুরুচিপূর্ণ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার (৪ মে) এক বিবৃতিতে এ নিন্দা জানান।
জামায়াত সেক্রেটারি বলেন, বিএনপি মহাসচিবের কিছু মন্তব্যকে কেন্দ্র করে গত ৩ জুন এক বিবৃতিতে জামায়াতে ইসলামী ও বিএনপি সম্পর্কে যেসব মন্তব্য ওবায়দুল কাদের করেছেন তা বিষোদগারপূর্ণ ও হিংসাত্মক। তার এ মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।