লেখক : গোলাম রসুল মিলন
———————————
ঠাণ্ডা হাওয়া বইছে শুধু
করছে শীতল প্রাণ,
সতেজ মনে তাই গেয়ে যাই
বৃষ্টি আসার গান।
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
সৃষ্টিরা তাই হাসে,
গরমের এই দাবদাহে
সুখ-আনন্দে ভাসে।
ছলাৎ ছলাৎ শব্দ করে
পড়ছে মুষলধারে,
বৃষ্টির এই রূপের লীলায়
মনটা যেন কাড়ে।
ছমছমিয়ে ঘরের চালে
বৃষ্টি ফোঁটা পড়ে,
আকুল করে শব্দ তারই
থাকি যখন ঘরে।
বৃষ্টি পেয়ে ব্যাঙ মহাশয়
ঘ্যাঙ ঘ্যাঙিয়ে ডাকে,
বিলের ধারে শাপলা পদ্ম
ফোটে শাখে শাখে।