অনলাইন ডেস্কঃ
তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত হিন্দুদের পবিত্র স্মারকস্থল বিবেকানন্দ রক মেমোরিয়ালে দুইদিনের জন্য ধ্যানে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল বৃহস্পতিবার (৩০ মে) মোদি সেখানে পৌঁছান। তিনি শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
মোদির ধ্যান করার প্রথম ছবি ও ভিডিও আজ শুক্রবার সামনে এসেছে। এতে দেখা যাচ্ছে দার্শনিক-সাধু ও হিন্দু ধর্মগুরু স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে আছেন মোদি।
এছাড়া তিনি সূর্য অর্ঘ্যও পালন করেছেন। এরমাধ্যমে মূলত সূর্যকে পূজা করা হয়। সূর্য অর্ঘ্য পালনের মোদির হাতে জপমালা দেখা গেছে।
মোদি যেখানে ধ্যান করছেন সেটি ধ্যান মন্দপাম নামে পরিচিত। ঠিক এই জায়গাটিতেই ১৮৯২ সালে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। তার উদ্দেশ্য ছিল ধ্যানের মাধ্যমে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা অর্জন করা।
তথ্যসূত্র: সি এম এস/ইন্ডিয়া