নিজস্ব প্রতিবেদক:
শেরপুরে নকলা উপজেলা পরিষদ নির্বাচনে
ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ছাত্রলীগ নেতা তরুণ সমাজ সেবক আবু হামযা কনক।
নকলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মামুন হোসেন উড়োজাহাজ প্রতীকে ১১ হাজার ২৫৭ ভোট, ৭নং টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ তালা প্রতীকে ৫ হাজার ৪৫১ ভোট, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম টিউবওয়েল প্রতীকে ৪ হাজার ৫৬১ ভোট পেয়েছেন।
৭৯ টি ভোট কেন্দ্রের ৪৬৪ টি ভোটকক্ষে (বুথে) গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। উপজেলার ১ পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। এতে পুরুষ ভোটার ৮৮ হাজার ৩৭৬ জন এবং নারী ভোটার ৯১ হাজার ২৩০ জন।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কনক উপজেলা ছাত্রলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বলেন, আমি আজ নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি মানুষের ভালবাসার কারনে। আমি জনপ্রতিনিধি হয়েছি জনগনের কারনে এবং জনগনের জন্য। আমি আগে যেমন ছিলাম এখনও ঠিক তেমনই থাকতে চাই। এ বিজয় আমার না, এ বিজয় নকলাবাসাীর, এ বিজয় ছাত্র লীগের। আমি মনেপ্রানে বিশ্বাস করি মানুষকে ভালবাসলে এবং তাদের জন্য কিছু করলে বৃথা যায় না। মানুষ এর প্রতিদান দিয়েছেন এবং আমি পেয়েছি। মহান আল্লাহ তাআলা যেন সারাজীবন এভাবেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন। সকলের সহযোগিতা চাই।