নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শেখ মুজিব পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত আংশিক এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান রাকীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ রমজান আলী। মঙ্গলবার (২২ মে ) বাংলাদেশ শেখ মুজিব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শুভ হোসেন মাতব্বর ও সাধারণ সম্পাদক মোঃ সাইমুম ইসলাম মোল্লা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মাহফুজুর রহমান রাকীন কে সভাপতি ও মোঃ রমজান আলী কে সাধারণ সম্পাদক পদে রেখে পাঁচজনকে সহ-সভাপতি ও পাঁচজনকে যুগ্মসাধারণ সম্পাদক পদে মোট ২১ জন নিয়ে এই আংশিক কমিটি গঠন করা হয় ।
নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী বলেন,
শেরপুর জেলা বাংলাদেশ শেখ মুজিব পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে নীতি-নৈতিকতা মেনে চলব।