নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে গাভী পালন, গরু হৃষ্টপুষ্টকরণ, ছাগল-ভেড়া ও হাঁস-মুরগি পালন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মে) উপজেলা প্রাণিসম্পদ অফিসের মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডঃ মুহাম্মদ ইসহাক আলী-এঁর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুজন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ ছানোয়ার হোসেন।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দুই ব্যাচে (১৩ মে সোমবার থেকে ১৫ মে মঙ্গলবার) এবং (১৪ মে বুধবার থেকে ১৬ মে বৃহস্পতিবার) পর্যন্ত প্রতি ব্যাচে ৩০ জন করে ২ ব্যাচে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬০ খামারীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের রিসোর্স পার্সোন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজুয়ানুল হক ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মুহাম্মদ ইসহাক আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুজন মিয়া, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।
প্রশিক্ষনার্থীরা এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের খামারের সার্বিক উন্নয়নের পাশাপাশি তারা আর্থিক ভাবে লাভবান হতে পারবেন বলে আশাব্যক্ত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডঃ মুহাম্মদ ইসহাক আলী।
এসময় ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোশিয়েশন নকলা উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, জেনারেল সেক্রেটারি রামচন্দ্র বিশ্বাস, সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, নান্ডু চন্দ্র বিশ্বাস, প্রফুল্ল মারাক ও নিপেন চন্দ্র বিশ্বাসসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ খামারী প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।