খেলা ডেস্কঃ
অন্যান্য দেশের চেয়ে কিছুটা দেরিতেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। সেদিক থেকে এখন পর্যন্ত টাইগাররা সবার শেষে রয়েছে। তাদের পর বাকি কেবল পাকিস্তানের দল ঘোষণা। দল ঘোষণার পর প্রায় দেশই তাদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করেছে। এক্ষেত্রেও দল ঘোষণার মতো সেই দেরি’র পথেই হাঁটছে বিসিবি। বিশ্বকাপের জার্সি উন্মোচনের ঘোষণা আসতে আরও দুয়েক দিন লাগতে পারে বলে জানা গেছে।
এ নিয়ে জানতে যোগাযোগ করা হয় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর সঙ্গে। তিনি জানান, ‘জার্সি উন্মোচন হবে, আলাপ-আলোচনা চলছে। দুয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
এর আগে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের স্কোয়াড ও জার্সি উন্মোচন করা হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বেলায় সেটি হয়নি। তবে এবার স্যুট-বুটেড হয়ে আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। যা নিয়ে আক্ষেপ ছিল ২০২৩ ভারত বিশ্বকাপে। গতকাল (বুধবার) অনেকটা তপ্ত রোদে হাসি–হাসি মুখ করে এই ফটোসেশনে অংশ নেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তরা। কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে সেখানে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।