মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
খেলা

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না নিউজিল্যান্ড

খেলা ডেস্কঃ

যেকোনো আইসিসি ইভেন্টের আগেই দলগুলো প্রস্তুতি ম্যাচের সুযোগ পায়। এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কমপক্ষে একটি করে হলেও প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। তবে ব্যতিক্রম কেবল নিউজিল্যান্ডের ক্ষেত্রে। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে না নিউজিল্যান্ড। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেডের। দলের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতায় ভরসা করছেন তিনি।

এই মুহূর্তে আইপিএলে খেলছেন ৯ জন কিউই ক্রিকেটার। ট্রেন্ট বোল্ট, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্ররা নিয়মিতই ম্যাচ খেলছেন। তাছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন লকি ফার্গুসন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন ম্যাট হেনরি। মিচেল সান্টনার চেন্নাইয়ের হয়ে দুটি এবং কেন উইলিয়ামসন গুজরাট টাইটান্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন।

কিউইদের হেড কোচ বলেন, ‘দারুণ শুরু পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ কঠিন একটি জায়গা। ত্রিনিদাদ এবং টোবাগোতে একসঙ্গে সবাইকে পাওয়াও সহজ কাজ নয়। আমরা সেখানে ওয়ার্ম-আপ গেমসও খেলব না। আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার গত দু’মাস ধরে আইপিএলে খেলছেন এবং আমরাও সম্প্রতি পাকিস্তান থেকে ফিরেছি।’

দলে অনেক ক্রিকেটারই আছেন যারা আগে সিপিএলে খেলেছেন। আমরা আপাতত তাদের ওপরই ভরসা করছি। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে প্রথম ম্যাচ থেকেই আমরা যেখানে থাকতে চাই সেখানে থাকার জন্যে অনুশীলনে আমরা নজর দিচ্ছি।’-যোগ করেন তিনি।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!