হাসান মিয়া,নিজস্ব প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
বুধবার (১৫মে) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ওই সপ্তাহের সমাপনী ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা ,ডা:ইফতে খাইরুল আলম তানভীর, ডা: অশেষ কুমার রায়, ডা: নাইমা ইসলাম পিংকি,উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সদস্য রেজাউল হাসান সাফিত,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, চিকিৎসক, র্নাস, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।