মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
সারাদেশ

পরিক্ষায় জিপিএ ৫ না পাওয়ায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় রাফসান জানি এমিল (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকরেছে।

রবিবার (১২ মে)  দুপুরে উপজেলার  দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন পুরাতন বাবুপাড়ার ভাড়ার বাসায় সে আত্মহত্যা করে। রাফসান একই এলাকার আবদুর রহিমের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছর স্থানীয় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাফসাস। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু প্রকাশিত ফলাফলে জিপিএ ৪ দশমিক ৮৯ পয়েন্ট আসায় কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে সে ঘরে গিয়ে গলায় ফাঁস দেয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!