বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
ধর্ম

শেরপুরে বৃষ্টি প্রার্থনায় নামাজ আদায়

শেরপুর প্রতিনিধি:

দেশব্যাপী তীব্র তাপপ্রবাদ চলমান। তাপপ্রবাহের ক্ষতির হাত থেকে রক্ষা করতে জনগনের কাছে বিভিন্ন সচেতনতা মূলক বার্তা পৌঁছানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ এপ্রিল শনিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার শ্রেণী কার্যক্রম।

তবে অতিরিক্ত সেচ দেওয়ার কারনে ক্ষতির সম্মুখিন হয়ে পড়েছেন কৃষক। বাড়ছে গরম জনিত রোগীর সংখ্যা। এই তীব্র তাপপ্রবাদ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় শেরপুরে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে শেরপুর সদর উপজেলার কুমড়ি বাজিতখিলা ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়। এ নামাজে ইমামতি করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মো. আতাউর রহমান।

তিনি প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে ইসতিসকার নামাজের নিয়মকানুন বলে দেন। এরপর মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য তওবা করে ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চাওয়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।

ডেস্ক নিউজ

একটি মন্তব্য

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!