বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
সারাদেশ

অবশেষে পরিবারে ফিরলেন ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে র‍্যাব এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে ‘র‍্যাবের মধ্যস্থতায়’ উদ্ধার করা হয়।

২ এপ্রিল রাত ৮টার দিকে দুবৃর্ত্তরা রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্সের মসজিদে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন নামাজের জন্য অনেক কর্মকর্তা সেখানে ছিলেন। তাদেরকে সবাইকে বন্দি করে সন্ত্রাসীরা প্রচণ্ড মারধর করে।

উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসী দল। এ সময় তারা ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে। নেজাম উদ্দীনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

ডেস্ক নিউজ

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!