বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
Featuredখেলা

শেষ বিকেলে আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ

প্রথম ইনিংসে ৩৫৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন করায়নি শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমেছে আবার। তবে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়েছে লঙ্কানরা।

দ্বিতীয় ইনিংসে বল হাতে আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। ৭৮ রানে ৫ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, এর মধ্যে ৪টি উইকেটই হাসান মাহমুদের।

লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে বোল্ড করে শুরুটা করেন হাসান মাহমুদ। এরপর কুশল মেন্ডিসকে বোল্ড করেন খালেদ আহমেদ। বাকি তিন উইকেট টানা ৩ ওভারে শিকার করেন হাসান।

ওপেনার দিলশান মাদুশকাকে মেহেদি হাসান মিরাজের ক্যাচ বানান হাসান। পরের ওভারে এসে দিনেশ চান্দিমালকে শাহাদাত হোসেনের তালুতে বন্দি করেন এই ডানহাতি পেসার। নিজের পরের ওভারে এসে তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে। তাকে বিহাইন্ড দ্য উইকেটে লিটন দাসের ক্যাচ বানান হাসান।

এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ ১৭ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৮২ রান। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৭ আর কামিন্দু মেন্ডিস আছে ৪ রানে অপরাজিত।

মন্তব্য করুন

error: Alert: Content selection is disabled!!