বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নামাজের জন্য রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। এটি ক্যাম্পাসের এক অংশে ২০ শতাংশ জমির ওপর ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। তিন গম্বুজবিশিষ্ট শীতাতপনিয়ন্ত্রিত তিনতলা এই মসজিদে একই সঙ্গে প্রায় ২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
মসজিদের ফ্লোরে ব্যবহার করা হয়েছে মার্বেল পাথর, রয়েছে ডিজিটাল সাউন্ড সিস্টেম। মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের জানুয়ারি এবং এটি উদ্বোধন করা হয় ২০২০ সালের আগস্ট মাসে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কার্যক্রম, যেমন দোয়া মাহফিল, কোরআন পাঠ এবং ইসলামিক শিক্ষা প্রদান ইত্যাদি পালন করা হয়।
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে হওয়ায় এই মসজিদে অনেক পথিকও নামাজ আদায় করতে আসেন। এই মসজিদের চারদিক উন্মুক্ত থাকায় বিভিন্ন ঋতুতে এর প্রাকৃতিক সৌন্দর্য হয় বিভিন্ন রকম। জেলার গুটিয়া মসজিদের পর অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের নাম উল্লেখ করা হয়।
লেখক: শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়